ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্যালটে সিল মারার সময় প্রিজাইডিং অফিসার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
ব্যালটে সিল মারার সময় প্রিজাইডিং অফিসার আটক

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রিজাইডিং অফিসারকে আটক করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

বুধবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এইচএম কামরুজ্জামানকে ব্যালট পেপারে সিল মারার সময় আটক করা হয়।

আটক প্রিজাইডিং অফিসার এইচএম কামরুজ্জামান উপজেলার আব্দুল্লাহর হাট ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রভাষক।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার সোনাইমুড়ীর ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার এইচএম কামরুজ্জামানকে নৌকা প্রতীকে সিল মারার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল তাকে আটক করে। বর্তমানে আটক প্রিজাইডিং অফিসারকে ওই কেন্দ্রের কেন্দ্রের একটি কক্ষে রাখা হয়েছে। পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।