ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট দেওয়ার আগে বাবার কবরে কাঁদলেন আইভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
ভোট দেওয়ার আগে বাবার কবরে কাঁদলেন আইভী বাবার কবর জিয়ারত করছেন আইভী। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের প্রয়াত নগরপিতা আলী আহমদ চুনকার কবর জিয়ারত করে নিজের ভোট দিয়েছেন মেয়র প্রার্থী চুনকা কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার (১৬ জানুয়ারি) সকালে নির্বাচন শুরু হওয়ার পর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে বাবা আলী আহমদ চুনকার কবর জিয়ারত করেন আইভী।

এ সময় দোয়া ও মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন আইভী।

এ সময় বাবার কবরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। পরে নিজের মায়ের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে দেওভোগের শিশুবার বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।