ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুসিক নির্বাচন: ৫ মেয়রের মনোনয়নপত্র বৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মে ১৯, ২০২২
কুসিক নির্বাচন: ৫ মেয়রের মনোনয়নপত্র বৈধ

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ছয় মেয়র প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি একজন প্রার্থীর মনোনয়নপত্রের শুনানি বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের মধ্যে সাংবাদিকদের এসব তথ্য জানান কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

বৈধ ঘোষণা পাঁচ মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল।  

আর স্থগিত মেয়র প্রার্থীর নাম মাসুদ পারভেজ খান ইমরান। তিনি স্বতন্ত্র প্রার্থী।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বাংলানিউজকে বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তাদের মনোনয়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে সঠিক সময়ে আবেদন করতে হবে। সময়ের বাইরে কেউ আপিল করলে লাভ হবে না। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।

আগামী ১৫ জুন কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি কুমিল্লার তৃতীয় সিটি করপোরেশন নির্বাচন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।