ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রামগতির দুই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুন ৮, ২০২২
রামগতির দুই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এবং চর আবদুল্যা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।  

মঙ্গলবার (৬ জুন) নির্বাচন কমিশন থেকে এ দুই ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়।

 

তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই। ৮ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।