ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসির ব্যবহারে দুঃখ পেয়েছি: এমপি বাহার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
ইসির ব্যবহারে দুঃখ পেয়েছি: এমপি বাহার

কুমিল্লা: ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে বুধবার (১৫ জুন) সকাল পৌঁনে ১১টার দিকে ভোট দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার।

ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমপি বাহার বলেন, আমি নির্বাচন কমিশনের (ইসি) ব্যবহারে দুঃখ পেয়েছি।

ইসি এখতিয়ারভুক্ত কাজ করেছেন।

এর আগে, বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

সাক্কু জানান, সঠিকভাবে ভোট কাস্টিং হলে ডাবল ভোট পাবেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ধীর গতি আছে। কোথাও কোথাও মেশিন ঠিকমতো কাজ করছে না।

নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।  

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।