ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিনা ভোটে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন আ. লীগের প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
বিনা ভোটে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন আ. লীগের প্রার্থী

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ‌্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ‌্যাড‌ভো‌কেট মুন্সি আতিয়ার রহমান মনোনয়নপত্র দাখিল করেন।

তিনি ছাড়া আর কেউ এ পদে মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে বিনা ভোটেই চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্লা জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই, বৈধ ঘোষণা ও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। তারপরই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিধান রয়েছে, সব প্রক্রিয়া শেষ হলেই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, চেয়ারম্যান পদে একজন, সদস্য পদে ১৮ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।