ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সেই ছোঁয়া-আতিফসহ ‘বোধ’ সম্মাননা পেলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
সেই ছোঁয়া-আতিফসহ ‘বোধ’ সম্মাননা পেলেন যারা

সমাজের পিছিয়ে পড়া মানুষের নিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে মানব কল্যাণ সংগঠন ‘বোধ’। সমাজে অনেক মানব হিতৈষী ব্যক্তি রয়েছেন, যারা মানব কল্যাণে নিজেদের সবসময় নিয়োজিত রাখেন।

নানা অঙ্গনে লুকিয়ে থাকা সেসব গুণী মানুষদের মূল্যায়ণের জন্য ‘বোধ বছরের নায়ক ও বিজয় সম্মাননা ২০২২’ প্রদান করেছে।

সম্প্রতি রাজধানীর একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।  

প্রথমবারের এই আয়োজনে বছরের নায়ক ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় বইপ্রেমী উদ্যোক্তা আসাদুজ্জামান আতিফ আসাদ ও সত্তরের অধিক বাল্যবিবাহ রোধে অনবদ্য ভূমিকা রাখায় এ বছর বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পাওয়া সানজিদা ইসলাম ছোঁয়াকে।  

লেখাপড়ার পাশাপাশি কখনো ধানকাটা বা রাজমিন্ত্রীর কাজ করেই সংসার সামলাচ্ছেন আসাদুজ্জামান আতিফ আসাদ। এরই মধ্যে গড়ে তুলেছেন ১৪টি পাঠাগার। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতকপড়ুয়া আতিফ আসাদ এখন সমাজের নায়ক। তাকে সম্মাননার পাশাপাশি ১০টি পাঠাগার করে দেওয়ার ঘোষণা দেন তেপান্তর গ্রুপের চেয়ারম্যান ড. এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী।  

ব্যান্ড গ্রুপের চেয়ারম্যান নজরুল মোস্তফা আতিফের মাস্টার্স পর্যন্ত পড়াশোনার সমস্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে তার চাকরির ব্যাপারে যেকোনো সহযোগিতার হাত বাড়াবেন বলেও জানান তিনি।  

‘বোধ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত সাইফুল বলেন, ‘‘সমাজ সেবায় কাজ করতে গিয়ে অনেকের সহযোগিতা-অনুপ্রেরণা পেয়েছি। সমাজে অনেকে আছেন যারা নীরবে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের অনেকেই থাকেন অধরা। নানা অঙ্গনে লুকিয়ে থাকা সেসব গুণী মানুষের মূল্যায়ণের জন্য ‘বোধ বছরের নায়ক ও বিজয় সম্মাননা ২০২২’ প্রদান করেছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা এসব ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে বোধ পরিবার আনন্দিত। যাদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সাফল্য-মণ্ডিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা। ’’

এ অনুষ্ঠানে বিজয় সম্মাননা পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক জায়েদ খান, বাপ্পি চৌধুরী, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, ড. নুসরাত জাহান, দেবাশীষ বিশ্বাস, অভিনেতা বড়দা মিঠু, সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন আকাশ, মেসবাউ-উল-আলম সাজু, রাশেদ মামুন অপু, শিরিন শিলা, মানসী প্রকৃতিসহ অনেকে।

সম্মাননা প্রদান শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন কানিজ সুবর্ণা, সুমি শবনম, তসিবা, তৌসিফ, কানিজ আক্তার, নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা শিরিন শিলা, ফ্লাই ফারুক ও তার দল।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।