বছরের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেলো দুই সিনেমা। শুক্রবার (৩০ ডিসেম্বর) মুক্তি পেয়েছে এম সাখাওয়াত হোসেনের ‘বীরাঙ্গনা ৭১’ ও আউয়াল রেজা পরিচালিত ‘মেঘ রোদ্দুর খেলা’।
‘বীরাঙ্গনা ৭১’ নির্মাণ করেছেন এম সাখাওয়াৎ হোসেন। এতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, শিরিন শিলা, ফজলুর রহমান বাবু প্রমুখ। এটি দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানা গেছে।
সিনেমাটির মূল চরিত্র বীরাঙ্গনার ভূমিকায় অভিনয়ের প্রসঙ্গে শিরিন শিলা। তার বিপরীতে আছেন শাহেদ শরীফ খান। এতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, সুমনা সোমা, ইমতু রাতিশ, মৌরি মাহাদি, প্রাণ রায়, বড়দা মিঠু, আশরাফ কবির, আহেমদ সাব্বির রোমিও প্রমুখ।
এদিকে, ‘মেঘ রোদ্দুর খেলা’ কিশোর গল্পে নির্মিত সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা নির্মাণ করেছেন আউয়াল রেজা। তিনি জানান, ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে যে’কটি সিনেপ্লেক্স রয়েছে, সবগুলোতে সিনেমাটি চলবে।
এই সিনেমায় অভিনয় করেছেন টইটই হিলালি, অর্ণিমা তাবাসসুম নিশা, রাফিদ স্মরণ রেজা, কিংবদন্তি চৌধুরী, নাফিস জাবির, জহুরাতুল তায়েবা অদিতা, প্রাণ রায়, মাজনুন মিজান, নাজনীন হাসান চুমকি, সাহানা রহমান সুমি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এনএটি