ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

সালতামামি ২০২২

২০২২: আলোচিত নাটক-ওয়েব কনটেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
২০২২: আলোচিত নাটক-ওয়েব কনটেন্ট

টিভি নাটকে অনেক অপ্রাপ্তি থাকলেও ২০২২ সালে ওটিটি কনটেন্টে মুখর ছিল। যা নতুন করে আশার আলো দেখিয়েছে।

যদিও টিভি চ্যানেলের নাটক তৈরি থেকে ইউটিউবের জন্য নাটক বেশি নির্মাণ হয়েছে এ বছর।

চলতি বছরে জনপ্রিয় তারকারা ধীরে ধীরে ওটিটি প্ল্যাটফরম বা সিনেমামুখী হয়েছেন। আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, তাসণিয়া ফারিনরা টিভি নাটকে বাছাই করা কাজ করারা পাশাপাশি ওটিটি বা সিনেমায় সময় দিয়েছেন বেশি।

এ বছর উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘চম্পা হাউজ’, ‘পুনর্জন্ম-৩’, ‘রিকশা গার্ল’, ‘প্রস্থান’, ‘ফ্রিল্যান্সার নাদিয়া’, ‘অ্যাম্বুলেন্স গার্ল’, ‘ভয়েস ক্লিপ’, ‘লাভ ভার্সেস ক্রাশ টু’, ‘প্রশ্রয়’, ‘উড়ো প্রেম’, ‘অঘটন’, ‘আপনজন’, ‘নিহত নক্ষত্র’, ‘বদলে যাওয়া মানুষ’, ‘নিজস্ব প্রতিবেদক’, ‘ফুলের নামে নাম’, ‘একটা নির্জন দুপুর চাই’, ‘বাবা তোমার জন্য’, ‘শুরুটাই সুন্দর’।  

তৌসিফ মাহবুব, জোভান, সাবিলা নূর, মিশু সাব্বির, মুশফিক ফারহান, সাফা, সজল, ইরফান, মনোজ, সালহা নাদিয়া, শামীম হাসান সরকার, তাসনুভা তিশা, টয়া, ইয়াশ রোহান, খাইরুল বাসার, সারিকা সাবাহ, মৌসুমী হামিদ, কেয়া পায়েল, সামিরা খান মাহি, তানিয়া বৃষ্টি, আরশ খান, নিলয় আলমগীর, জান্নাতুল হিমি, সাব্বির অর্ণব প্রমুখ শিল্পী ইন্ডাস্ট্রির চাকা ধরে রেখেছিলেন।  

ধারাবাহিক ‘পিতা বনাম পুত্র গং’, ‘অনলাইন অফলাইন’, ‘শারীরিক শিক্ষা’, ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’, ‘চিরকুমার চিকু সংঘ’, ‘মা বাবা ভাই বোন’, ‘ব্যাচেলর পয়েন্ট’ এ বছরের আলোচিত ধারাবাহিক নাটক।  

এদিকে, প্রেক্ষাগৃহের বিকল্প হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠে ওটিটি প্লাটফর্ম। সুস্থ বিনোদনে ভরসার নামও হয়ে উঠেছে ওটিটি। রীতিমত শক্তিশালী বাংলা কন্টেন্ট উপহার দেওয়ার প্রতিযোগিতা চোখে পড়েছে এ বছর। চলতি বছরে দর্শকপ্রিয় ওয়েব কন্টেন্টের মধ্যে ছিল ‘শাটিকাপ’, ‘পেটকাটা ষ’, ‘কারাগার’, ‘সিন্ডিকেট’, ‘কাইজার’ ও ‘মায়া শালিক’ দর্শক নন্দিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।