ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানকে দেখতে সাইকেলে ১১০০ কিলোমিটার পাড়ি ভক্তের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
সালমানকে দেখতে সাইকেলে ১১০০ কিলোমিটার পাড়ি ভক্তের ভক্তের সঙ্গে সালমান খান

বলিউড অভিনেতা সালমান খানকে একঝলক দেখার জন্য সাইকেল চালিয়ে ১১০০ কিলোমিটার পথ পাড়ি জমালেন এক ভক্ত। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাই ছুটে যান ওই ভক্ত।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমানের জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাই ছুটে যান সালমান খানের ভক্ত সমীর। দীর্ঘ ১১০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মুম্বাইয়ে সালমানের ড়িবার সামনে এসে পৌঁছান তিনি।

এসময় সালমান বাড়িতেই ছিলেন। খবর পেয়ে বাইরে আসেন অভিনেতা। তার সঙ্গে কথা বলেন এবং ছবিও তুলেন এই নায়ক। আর সেসব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

গেল ২৭ ডিসেম্বর ৫৭ বছর বয়েসে পা দিয়েছেন সালমান খান। এদিন দিবাগত রাতে পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন। মধ্যরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।