ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

দু’দিনেই ২০০ কোটির ক্লাবে ‘পাঠান’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
দু’দিনেই ২০০ কোটির ক্লাবে ‘পাঠান’!

মুক্তির এক দিনেই একশো কোটির বেশি ব্যবসা করেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে আর কোনো সিনেমার ক্ষেত্রে এমনটা হয়নি বলেই মত বিশেষজ্ঞদের।

একগুচ্ছ রেকর্ড নিজের ঝুলিতে নিয়েছেন শাহরুখের কামব্যাক সিনেমা। জানা গেছে, মুক্তির দু’দিনের ব্যবসা দু’শো কোটি ছাড়িয়েছে।

‘পাঠান’ মুক্তির দিন প্রকাশের পর থেকেই শাহরুখ-ভক্তদের উন্মাদনা শুরু হয়ে যায়। অবশ্য ‘পাঠান’ নিয়ে বিতর্ক কম হয়নি। ‘বেশরম রং’ থেকে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে উঠেছিল আপত্তি। কিন্তু শাহরুখ ভক্তদের উল্লাসের কাছে বিতর্কের সমস্ত রং আজ ফিকে।

দেশ-বিদেশ মিলিয়ে দু’দিনে মোট ২১৯.৬০ কোটি টাকা আয় করেছে ‘পাঠান’। প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা। যার মধ্যে ভারতের ‘পাঠান’ মোট ৫৭ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ৫৫ কোটি টাকা হিন্দি ভার্সানের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সনের আয় ২ কোটি।

দ্বিতীয় দিন ‘পাঠান’ ১১৩.৬০ কোটি টাকা আয় হয়েছে শাহরুখের কামব্যাক সিনেমা। যার মধ্যে ভারতে ‘পাঠান’র আয় ৬৮ কোটি টাকা আর বিদেশে ৪৫.৬০ কোটি টাকা। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, তিন দিনে তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাবে পাঠানের আয়।

‘যশরাজ ফিল্মস’ প্রযোজিত ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খান ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।