ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

শাকিব-পরীমণির সিনেমার পরিচালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
শাকিব-পরীমণির সিনেমার পরিচালক গ্রেফতার

ঢাকা: চলচ্চিত্র পরিচালক শফিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বিএফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান।  

তিনি জানান, শফিক হাসানের নামে লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে। তাকে প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ‘ধূমকেতু’ ও  ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমা দুটির প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামের এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে সিনেমা দুটির স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন নির্মাতা শফিক হাসান। পরে বিষয়টি জানাজানি হলে টেলিভিশন রাইট কেনা চ্যানেল এটিএন বাংলা প্রতারণা মামলা করে শফিকের বিরুদ্ধে। ওই মামলায় পুলিশ তাকে আটক করে।

শাকিব খান, পরীমণিসহ অনেক তারকাই অভিনয় করেছেন শফিক হাসানের সিনেমায়। তার পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব। ছবিতে তার নায়িকা ছিলেন পরীমণি। ২০১৬ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল।  

এছাড়া ‘বাহাদুরি’ নামে সিনেমার পরিচালক তিনি। পরীমণিকে নিয়ে ‘দ্য অ্যাডভাইসার’, শাকিব খানকে নিয়ে ‘বিদ্রোহী নজরুল’ এবং নায়িকা অধরা খানকে নিয়ে ‘বাটপার-দ্য ফ্রড’সহ একাধিক সিনেমার ঘোষণা দিতেও দেখা যায় এই পরিচালককে।

তবে ২০১৩ সালের জুলাইয়ে ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে শফিক হাসানের।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।