ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হলিউড তারকা রাকেল ওয়েলচ আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
হলিউড তারকা রাকেল ওয়েলচ আর নেই রাকেল ওয়েলচ

হলিউড অভিনেত্রী রাকেল ওয়েলচ মারা গেছেন। গেল কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেত্রী।

অবশেষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ৮২ বছর বয়সী এই অভিনেত্রী মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন, ওয়েলসের ম্যানেজার স্টিভ সউয়ের।

১৯৭৪ সালে ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেন ওয়েলচ। ‘রাইট টু ডাই’-এ অভিনয়ের জন্য ১৯৮৭ সালে আবারো মনোনয়ন পান তিনি।  

হলিউডের আধুনিককালের নায়িকা নির্ভর অ্যাকশনধর্মী চলচ্চিত্রের জন্য এই মার্কিন অভিনেত্রীকে কৃতিত্ব দেওয়া হয়। এছাড়া ১৯৬০ এর দশকে আন্তর্জাতিকভাবে আবেদনময়ী নারীর প্রতীকে পরিণত হন তিনি।  

৭০টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন ওয়েলচ। মূলত কল্পবিজ্ঞান নির্ভর ‘ফ্যান্টাস্টিক ভয়েজ’ চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর তার আর পেছন ফিরে তাকাতে হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।