ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন

মুড়ির টিনের পর আসছে মেঘদলের ‘বন বিবি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
মুড়ির টিনের পর আসছে মেঘদলের ‘বন বিবি’

বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশ করা হয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রথম গান ‘মুড়ির টিন’। দেশের তিন বিভাগ চট্টগ্রাম, সিলেট ও খুলনার আঞ্চলিক ভাষায় সাজানো হয় গানটির কথা।

এবার এই সিজনের দ্বিতীয় গান মুক্তি দিতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা।

জানা গেছে, নতুন গানটির শিরোনাম ‘বন বিবি’। গানটি গেয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘মেঘদল’। এর সুর ও সংগীত আয়োজন করেছেন মেধাবী সংগীত পরিচালক ইমন চৌধুরী।

এ বিষয়ে আরো জানা গেছে, বৃহস্পতিবার (২ মার্চ) রাত ১টায় কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হবে।

এর আগে গানটির জনপ্রিয় চারটি লাইন দিয়ে একটি পোস্টার শেয়ার করে কোক স্টুডিও। গানটিতে মেঘদল ছাড়াও কোক স্টুডিওর মিউজিশিয়ানদের বাজাতে দেখা যাবে।

এদিকে, প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও সংগীত প্রযোজক হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন প্রীতম হাসান, ফুয়াদ, ইমন চৌধুরী ও শুভর মতো জনপ্রিয় শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।