ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চরিত্রবান স্বামী চান অহনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
চরিত্রবান স্বামী চান অহনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা। রূপের গুণে যেমন নজর কেড়েছেন, অভিনয়গুণে পেয়েছেন প্রশংসা।

সম্প্রতি নাটকপাড়ায় কান পাতলেই এই অভিনেত্রীর প্রেমের বিষয়ে গুঞ্জন শোনা যায়।

ছোট পর্দার আরেক অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গেই নাকি প্রেম রয়েছে এই অভিনেত্রীর। যদিও এর পক্ষে সঠিক কোনো যুক্তি কেউ দেখায়নি।

বর্তমান সময়ে বেশ কিছু নাটকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম-অহনা। এ থেকেই মূলত গুঞ্জনের ডাল-পালা ছড়িয়েছে। তবে সেসব পাত্তা না দিয়ে একের পর এক নাটকে অভিনয়ে ব্যস্ত সময়ের এই জনপ্রিয় জুটি।

তারই ধারাবাহিকতায় এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের একটি নাটকে অভিনয় করেন এই দুই তারকা। এর গল্পে দেখা যাবে, অহনা একজন চরিত্রবান স্বামী চান।

জানা গেছে, আসছে ঈদ উপলক্ষ্যে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। গোল্লাছুট প্রোডাকশনের ব্যানারে মহিন খানের রচনায় এটি প্রযোজনা করেন শাহীন কবির টুটুল।

এ বিষয়ে আরো জানা যায়, নাটকটিতে শামীম ও অহনা রহমান ছাড়াও অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, মুহিত তমাল, প্রহর সরকার, সানজিদা মিতুসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।