ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সনু নিগমের বাসা থেকে ৯০ লাখ টাকা চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
সনু নিগমের বাসা থেকে ৯০ লাখ টাকা চুরি সনু নিগম

বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগমের ওশিয়ারার বাসায় বড়সড় চুরি হয়েছে। চোর এই গায়কের পরিচিত ব্যক্তিদের মধ্যেই একজন।

চোর এখন পুলিশি হেফাজতে রয়েছেন।

পশ্চিম আন্ধেরির ওশিয়ারার উইন্ডসর গ্র্যান্ড বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে থাকেন সনুর বাবা অগম কুমার নিগম। সনুর বাবার বয়স ৭৬ বছর। আন্ধেরির এই ফ্ল্যাট থেকে ২ দফায় ৭২ লাখ রুপি চুরি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৯০ লাখ টাকার বেশি।

সনুর বোন নিকিতা ওশিয়ারা পুলিশ স্টেশনে চুরির অভিযোগ করেছেন। ১৯ ও ২০ মার্চ এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিকিতা এই বড়সড় চুরির অভিযোগ করেছেন তাদের সাবেক চালকের বিরুদ্ধে।

ওশিয়ারা পুলিশ রেহানের বিরুদ্ধে ৩৮০, ৪৫৪, আর ৪৫৭ ধারা অনুযায়ী মামলা করেছে।

ওশিয়ারা পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সকালে সনুর বোন নিকিতা থানায় এসেছিলেন। আর তিনি রেহানের বিরুদ্ধে ৭২ লাখ রুপি চুরির অভিযোগ করেছেন। এর পরপরই পুলিশ রেহানকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে একাধিক সূত্রে। আর ওশিয়ারা পুলিশ এই চুরির মামলার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।