ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চতুর্থ অ্যালবাম আনছে ‘চিরকুট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
চতুর্থ অ্যালবাম আনছে ‘চিরকুট’

চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ইতোমধ্যেই এর কাজও শুরু করে দিয়েছে দলটি।

সবশেষ ২০১৭ সালে ‘চিরকুট’ তাদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছিল। সেই অ্যালবামের নাম ছিল ‘উধাও’। যেখানে ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’ এবং ‘কাঁটাতার’সহ মোট ছয়টি গান ছিল।

নতুন অ্যালবামের পরিকল্পনা নিয়ে চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, নতুন প্রজেক্টে ১০ থেকে ১১টি গান থাকবে। অনেক যত্ন নিয়ে আমরা চতুর্থ অ্যালবামটি তৈরি করছি। আশা করছি চলতি বছরের শেষদিকে অ্যালবামটি বাজারে নিয়ে আসতে পারব।

তবে এখনও অ্যালবামের নাম চূড়ান্ত হয়নি। ইতোমধ্যেই ৫০টিরও বেশি নাম জমা পড়েছে। যেগুলো থেকে একটি নাম বাছাই করা হবে। তাই নতুন অ্যালবামের নাম ঘোষণায় একটু সময় লাগবে- এমনটিই জানান সুমি।  

২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে চিরকুট। এর পর তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশ হয় ২০১৩ সালে।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।