ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘লালনের বাণীতে ইসলামী ও সুফি দর্শনের প্রভাব’ বিষয়ক সেমিনার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
‘লালনের বাণীতে ইসলামী ও সুফি দর্শনের প্রভাব’ বিষয়ক সেমিনার

লালন সাঁইজির বাণীতে ইসলামী ও সুফি দর্শনের প্রভাব বিষয়ক সেমিনার ও প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (০৫ এপ্রিল)। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানটি হবে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায়।

জানা গেছে, পূর্ণিমা তিথিতে ৪৮ তম সাধুমেলার অংশ হিসেবে জাতীয় নাট্যশালার সেমিনার হলে বিকেল ৪ টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে লালন সাঁইজির বাণীতে ইসলামী ও সুফী দর্শনের ব্যাখ্যা প্রদান করবেন বাউলরা।

মানুষ ভজলে সোনার মানুষ পাবি, জাত গেলো জাত গেলো বলে- এমন নানা ধরনের বাণীতে লালন সাঁইজির মানবতা বাদ, সুফিবাদ ও আধ্যাত্ববাদ ওঠে আসবে। এসব বিষয়ে ‘লালন সাঁইজির বানীতে ইসলামী ও সুফি দর্শনের প্রভাব’ বিষয়ক প্রবন্ধ পাঠ করবেন ড. আবু ইসহাক।

অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন কিরণচন্দ্র রায় এবং শফি মন্ডল। এছাড়াও শতাধিক বাউল ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলনী।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।