ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শফিক তুহিনের কণ্ঠে ঝিনাইদহ নিয়ে গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
শফিক তুহিনের কণ্ঠে ঝিনাইদহ নিয়ে গান শফিক তুহিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত গীতিকার সুরকার ও গায়ক শফিক তুহিন। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান করে হয়েছেন নন্দিত তিনি।

বিষয়ভিক্তিক গানেও জুড়ি নেই তার। এবার ঝিনাইদহ জেলার সাংস্কৃতি ঐতিহ্য নিয়ে গান তৈরি করেছেন জনপ্রিয় এই গায়ক গীতিকার ও সুরকার।

‘আমাদের গর্ব ঝিনাইদহ জেলা আমাদের সম্মান, হাজার বলেও শেষ হবে না এ জেলার গুণগান’-এমন কথায় গানটি লেখার পাশাপাশি এর সুর সংগীত ও কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন নিজেই।

ঝিনাইদহের বিখ্যাত মানুষ ও প্রসিদ্ধ স্থানগুলো ভিডিও চিত্রের মাধ্যমে গানটি ফুটিয়ে তোলা হয়েছে নিপুণভাবে।
ঝিনাইদহ জেলা প্রশাসন ও জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে গানটি তৈরি হয়েছে।

এ সম্পর্কে শফিক তুহিন বলেন, আমার জন্মস্থান চুয়াডাঙ্গার মাটি ছুঁয়ে থাকা ঐতিহাসিক ও সমৃদ্ধ জনপদ হলো পাশের ঝিনাইদহ জেলা। জেলা প্রশাসন ও জাহেদী ফাউন্ডেশনের উদ্দ্যোগে আমার কথা ও সুরে ঝিনাইদহের বিখ্যাত মানুষ ও প্রসিদ্ধ স্থানগুলো ভিডিও চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নিপুণভাবে। গানটি শুনলে শস্য-শ্যামল ফসলে ভরা গ্রাম বাংলার ছবি চোখে ফুটে উঠবে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।