ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কোক স্টুডিও বাংলায় আসছে সারি গান ‘দেওরা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ৬, ২০২৩
কোক স্টুডিও বাংলায় আসছে সারি গান ‘দেওরা’ প্রীতম হাসান

নৌকা বাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা। নৌকা বাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এই সারি গানটি।

নৌকা বাইচে মাঝিদের মুখ থেকে মুখে ফেরা গানটি এবার আসছে কোক স্টুডিও বাংলায়। রোববার (০৭ মে) প্রকাশ পাবে ‘দেওরা’ গানটি।

কোক স্টুডিও বাংলা বলছে, ‘দেওরা’ গানের মূল স্রষ্টা ফজলু মাঝি (ফজলুল হক)। নিজের লেখা গানটির সুরও বেঁধেছেন তিনি।  

জানা যায়, ফজলু মাঝি পেশাদারভাবে নৌকা বাইচ করেন, তার একটি নৌকাবাইচের দল রয়েছে। বাইচের সময় দলের সদস্যদের নিয়ে দলগতভাবে গানটি পরিবেশন করেন তিনি।

তবে ফজলু মাঝির সারি গানের মাঝে নতুন কয়েকটা বাক্য যুক্ত করা হয়েছে। আধুনিক গানের অংশটুকু লিখেছেন প্রীতম হাসান। গানটির সুর করেছেন প্রীতম।

ফজলু মাঝি ও প্রীতমের যৌথভাবে লেখা গানে কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণবের পরামর্শে পালা গান যুক্ত করা হয়। পালা পরিবেশন করেন ইসলাম উদ্দিন পালাকার।  

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি ও তার দল, আরমীন মুসা ও গানের দল-ঘাস ফড়িং।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।