ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ১৯, ২০২৩
বাবা হারালেন আয়ুষ্মান খুরানা বাবার সঙ্গে আয়ুষ্মান খুরানা

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার বাবা ও ভারতের জনপ্রিয় জ্যোতিষী আচার্য পি খুরানা মারা গেছেন। শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন আয়ুষ্মানের বাবা প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত পি. খুরানা। মোহালির ফোর্টিস হেলথকেয়ারে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই তার চিকিৎসা চলছিল।  

আয়ুষ্মানের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আয়ুষ্মান ও অপশক্তি খুরানার বাবা জ্যোতিষী পি. খুরানা আজ সকাল সাড়ে ১০টায় মোহালিতে মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন তিনি। এই দুঃসময়ে আপনাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

বাবা সম্পর্কে ২০২০ সালে হিন্দুস্তান টাইমসকে আয়ুষ্মান বলেছিলেন, তিনি তার বাবার শিক্ষায় বিশ্বাস করেন, যা তিনি হৃদয় দিয়ে অনুসরণ করেছিলেন।  

তিনি বলেন, আমি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করি না, তবে আমার বাবা আমার জীবন প্রশিক্ষক এবং পরামর্শদাতা ছিলেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে আয়ুষ্মানের সিনেমা ‘ড্রিম গার্ল টু’। রাজ শান্দিল্য পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন অনন্যা পাণ্ডে। এতে আরো অভিনয় করছেন আনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া, অভিষেক ব্যানার্জি প্রমুখ। আগামী ২৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।