ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩
৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী আশিষ বিদ্যার্থী-রুপালি বড়ুয়া

আবারো বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। বৃহস্পতিবার (২৫ মে) কলকাতার এক ক্লাবে ছিমছাম অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

পাত্রী ব্যবসায়ী রুপালি বড়ুয়া।

তবে সাত পাকে বাঁধা নয়, বরং রুপালি ও আশিষ আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করলেন। আশিষের এই বিয়েতে হাজির ছিলেন তার বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়রা।

৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করে আশিষ সংবাদমাধ্যমকে বলেন, জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করাটা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনি বিয়ে করেছি। সন্ধ্যায় বন্ধু-বান্ধবের সঙ্গে পার্টিতে মেতে উঠব।

জানা গেছে, কলকাতায় রুপালির একটি ফ্যাশন হাউজ রয়েছে। তবে তিনি আসামের মেয়ে।

রুপালি বলেন, বহু আগে থেকেই আশিষকে চিনি। বন্ধুত্ব থেকেই শুরু। পরে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেই। খুবই ভালো মনের মানুষ আশিষ।  

এর আগে বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়ার সঙ্গে বিয়ে করেছিলেন অভিনেতা আশিষ। এই সংসারে তাদের একটি সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।