ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জুটি বাঁধলেন রাজ রিপা-জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩
জুটি বাঁধলেন রাজ রিপা-জয় রাজ রিপা-জয় চৌধুরী

ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা রাজ রিপা। চলচ্চিত্রের পাশাপাশি সমান তালে কাজ করছেন বিজ্ঞাপন চিত্রেও।

সেই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন এই নায়িকা।

সম্প্রতি নরসিংদীতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন নির্মাতা বাপি সাহা। বিজ্ঞাপন চিত্রটিতে রাজ রিপা জুটি বেধেছেন নায়ক জয় চৌধুরী।

নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে রাজ রিপা বলেন, বাপিদা খুবই কুশলী একজন নির্মাতা। প্রথমবার তার নির্দেশনায় দারুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। অনেক ভালো লেগেছে দাদার সঙ্গে কাজ করে।

নির্মাতা বাপি সাহা বলেন, ড্রামা ঘরণার দারুণ বিজ্ঞাপনচিত্র হয়েছে। সব মডেলই খুবই ভালো পারফর্ম করেছেন এতে। আসন্ন কোরবানি ঈদের আগেই সবগুলো টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটি প্রচার হবে।

বিজ্ঞাপনটিতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ, নজরুল ও ম ফারুক,  সোনিয়া রিফাত।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।