ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মে ৩০, ২০২৩
‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন পিয়ারী বেগম

বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করা পিয়ারী বেগম আর নেই। মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টায় উত্তরা নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন পিয়ারী বেগম।

অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তা ফখরুল আলম সোহাগ। তিনি পিয়ারী বেগমের ছেলে রবিউল ইসলামের বরাতে জানান, এশার নামাজের পর উত্তরায় জানাজা শেষ ১২ নম্বর সেক্টর কবরের স্থানে তাকে সমাহিত করা হবে।

পিয়ারী বেগম অভিনেতা আমিনুল হকের স্ত্রী। ‘মুখ ও মুখোশ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। এটি ছিল বাংলাদেশ তথা তৎকালীন পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র। এটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। এ সিনেমার পরিচালক আবদুল জব্বার খান।  

পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক ঢাকার রূপমহল সিনেমা হলে এ সিনেমার উদ্বোধন করেছিলেন। পিয়ারী বেগম ছাড়াও এ সিনেমাতে অভিনয় করেন পূর্ণিমা সেন, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, জব্বার, ইনাম আহমেদ, জহরত আজরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।