ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন দায়িত্বে মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুন ১, ২০২৩
নতুন দায়িত্বে মিম

ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আলোচিত ‘পরাণ’ ও ‘দামাল’র পর এই অভিনেত্রী হাজির হতে যাচ্ছেন ‘অন্তর্জাল’ নিয়ে।

আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

এর মাঝেই নতুন খবর জানালেন মিম। তা হচ্ছে বায়োজিনের শুভেচ্ছাদূত হলেন এই অভিনেত্রী। বুধবার (৩১ মে) চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হলো মিমের নতুন দায়িত্ব গ্রহণ।

জানা গেছে, আগামী এক বছর প্রতিষ্ঠানটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন মিম। তার ভাষ্য, আশা করছি বায়োজিনের সঙ্গে ভালো ভালো কাজ করতে পারব।

এদিকে, সম্প্রতি ‘মিশন হান্টাডাউন’ নামে একটি ওটিটির কাজের শুটিং শেষ করেছেন মিম। সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সিরিজটি অ্যাকশন-থ্রিলারধর্মী হলেও এতে মিমকে সহজ-সরল নীরা নামে একজন নারীর চরিত্রে দেখা যাবে।  

অন্যদিকে, মিম অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তর্জাল’ সিনেমাটি ঈদে ৫ মহাদেশে একযোগে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সিনেমার পোস্টার উন্মোচন করা হয়েছে।

সাইবার থ্রিলার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। এতে মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।