ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শিল্পা শেঠির বাংলোয় চুরি, আটক ২

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
শিল্পা শেঠির বাংলোয় চুরি, আটক ২ শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাংলো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই ঘটনায় দুজনকে আটক করেছে মুম্বাই পুলিশ।

প্রতিবেদনে জানা যায়, গেল সপ্তাহে শিল্পার মুম্বাইয়ের জুহুর এলাকার বাংলো থেকে চুরি হয় বেশ কিছু বহুমূল্য জিনিসপত্র। টের পেয়েই দ্রুত স্থানীয় জুহু থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। এরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ।

কে বা কারা শিল্পার বাড়িতে এই ডাকাতি চালাল, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও বৃহস্পতিবার (১৫ জুন) ২ জনকে আটক করেছে পুলিশ। শিল্পার বাড়িতে ডাকাতির ঘটনার ওই ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

কয়েক দিন যাবৎ বলিউড পাড়ায় একের পর এক তারকার বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কারও লকার থেকে উধাও হচ্ছে লাখ লাখ রুপি। আবার কারও বাড়ি থেকে চুরি হচ্ছে বহুমূল্য গয়না।

কয়েক দিন আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশার টাকা চুরি হয়েছিল। সালমান খানের বোন অর্পিতার বাড়ি থেকেও চুরি হয় হীরার গয়না।

প্রসঙ্গত, জুনের ৮ তারিখে জন্মদিন পালন করেছেন শিল্পা শেঠি। বর্তমানে পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।