ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেবা জান্নাতের ওপর ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
জেবা জান্নাতের ওপর ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা

ঢাকা: অসহযোগিতা ও অসদাচরণের কারণে এই সময়ের অন্যতম অভিনয়শিল্পী জেবা জান্নাতকে কোনো ধরনের কাজে অভিনয়ের জন্যে নেবে না বলে জানিয়েছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।  

রোববার (১৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়েছে, পেশাগত কাজের ক্ষেত্রে আপনার অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনোরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সকল সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের সব ধরনের নির্মাণ কাজে নেওয়া থেকে বিরত থাকবে।  

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত ২০ জুন ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।

মূলত টিকটক মাধ্যমে পরিচিতি পাওয়া জেবা জান্নাত এক পর্যায়ে নাটকে অভিনয় শুরু করেন। প্রথমবার তাকে দেখা যায় জয়নাল হাজারীর লাইভ শো অনুষ্ঠানে। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা জান্নাত।  

এছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশকিছু নাটকেও অভিনয় করেছেন এই লাস্যময়ী।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এনএটি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।