ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হলেন দীপিকা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
মা হলেন দীপিকা  দীপিকা কাকর

মা হলেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় তারকা দীপিকা কাকর। বুধবার (২১ জুন) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সহ অভিনেতা শোয়েবের সঙ্গে বিয়ের পাঁচ বছর পর দীপিকার সংসারে এল নতুন সদস্য।

তবে সময়ের বেশ অনেকটা আগেই সন্তানের জন্ম হওয়ায় প্রথমে দুশ্চিন্তায় থাকলেও, চিকিৎসকের কথায় মা ও সন্তান সুস্থ রয়েছেন। জুলাইয়েই ডাক্তার ডেলিভারির ডেট দিয়েছিলেন।

সন্তান হওয়ার সুখবর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শোয়েব। তিনি লেখেন, ২১ জুন ভোরে আমাদের কোল আলো করে এল পুত্র সন্তান। সময়ের আগে এসেছে ছেলে। তবে মা ও সন্তান সুস্থ রয়েছে।

২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী দীপিকা কাকর। বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মও গ্রহণ করেন। নাম হয় ফয়জা। তা নিয়ে বিতর্কও শুরু হয়।  

‘কাহা হাম কাহা তুম’ ধারাবাহিকে সোনাক্ষী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত দীপিকা কাকর। এরপর আরেক জনপ্রিয় সিরিয়াল ‘শ্বশুরাল সিমার কা’ ও রিয়েলিটি শো ‘বিগ বস’-এও দেখা গেছে তাকে।   

সিরিয়াল ছাড়াও একটি হিন্দি সিনেমাতেও দেখা গেছে দীপিকা কাকরকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলটন’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।