ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাহফুজ-বুবলীর প্রশংসায় সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
মাহফুজ-বুবলীর প্রশংসায় সুবর্ণা মুস্তাফা

মুক্তি প্রতীক্ষিত ‘প্রহেলিকা’র জন্য ইতিবাচক বার্তা দিলেন বরেণ্য অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। শুক্রবার (২৩ জুন) চয়নিকা চৌধুরী নির্মিত সিনেমাটির জন্য ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

যেখানে সিনেমাটি নিয়ে নিজের ভালোলাগা ও প্রত্যাশার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘এই সিনেমার কুশলী, শিল্পী সবার জন্য অনেক শুভকামনা। সিনেমাটির একটা বিশেষ ব্যাপার আছে আমার কাছে, আমার খুব প্রিয় একজন মানুষের বড় পর্দায় ফের আগমন হচ্ছে; মাহফুজ আহমেদ। আমি সিনেমার যা ক্লিপস দেখেছি, গান দেখেছি, মাহফুজের লুক খুব ব্যতিক্রম। আমরা যে মাহফুজ আহমেদের সঙ্গে পরিচিত, তার থেকে অনেক দূরে সরে গিয়ে একটি চরিত্র। এতে আমার কৌতূহল বেড়েছে। আমি অবশ্যই এই সিনেমাটি বড় পর্দায় দেখব।

বুবলীকে নিয়েও প্রশংসা করে সুবর্ণা মুস্তাফা। বলেন, সিনেমাটিতে এখনকার সময়ের খুব নামকরা অভিনেত্রী বুবলী আছে। বুবলীরও যে মেকআপ, গেটআপ দেখলাম, বা যতটুকু অভিনয় দেখলাম, সচরাচর আমরা বুবলীকে যেভাবে দেখি, তার থেকে খুব ভিন্নভাবে তাকে নির্মাতা উপস্থাপন করেছে। মাহফুজ-বুবলীকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে।

সবশেষে ‘প্রহেলিকা’ নিয়ে আশাবাদ ব্যাক্ত করে সুবর্ণা মুস্তাফা বলেন, গান, গানের চিত্রায়ন খুবই দৃষ্টিনন্দন। আশা করছি পুরো সিনেমাটি এরকম ভালো হবে। ‘প্রহেলিকা’র জন্য শুভকামনা। যেহেতু ঈদের ছবি, আশা দর্শক হলে গিয়ে দেখবে।

মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে ‘প্রহেলিকা’য় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান প্রমুখ। রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে।   

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।