ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদুল আজহায় একঝাঁক তারকা বিজয় টিভিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ঈদুল আজহায় একঝাঁক তারকা বিজয় টিভিতে

ঢাকা: ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও জাঁকালো আয়োজন থাকছে বিজয় টিভিতে। এবার একঝাঁক তারকা নিয়ে সাতদিন ব্যাপ্তি আয়োজন রেখেছে টেলিভিশনটি।

“প্রাণআপ-স্টারটক” নামে বিশেষ অনুষ্ঠানে ঈদের সিনেমা নিয়ে থাকবেন প্রায় ২০ জন সিনেমার তারকা। মৌসুমী মৌ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে থাকছেন- অপু বিশ্বাস, পরীমনি, তমা মির্জা, ডিপজল, জায়েদ খান, সায়মন, এবিএম সুমন, সুনায়রা, পরিচালক চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, রায়হান রাফি, ঈমন, অরণ্য আনোয়ারসহ আরও অনেকে।

বিজয় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ও রাসেল হোসেনের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বিজয় টিভির অনুষ্ঠান বিভাগ ম্যানেজার এস এম নাজমুল হক। ঈদের সাতদিন রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচার হবে বিজয় টিভিতে।

ঈদের দিন থাকবেন - মনোয়ার হোসেন ডিপজল, মৌ খান, জায়েদ খান।
ঈদের ২য় দিন - চয়নিকা চৌধুরী, একে আজাদ সেতু, রাশেদ মামুন অপু।
ঈদের ৩য় দিন - অপু বিশ্বাস, সায়মন সাদিক, দোয়েল ম্যাশ।
ঈদের ৪র্থ দিন - দীপংকর দীপন, সুনায়রা বিনতে কামাল, এবিএম সুমন।
ঈদের ৫ম দিন - তমা মির্জা, রায়হান রাফি।
ঈদের ৬ষ্ঠ দিন - পরীমনি, অরণ্য আনোয়ার।
ঈদের ৭ম দিন - আইশা খান, শরিফ সিরাজ, আবু শাহেদ ইমন।

বিজয় টিভি কর্তৃপক্ষ জানান, বিজয় টিভি মূলত প্রতিদিন বাংলা সিনেমা প্রচার করে থাকে। পাশাপাশি সংবাদ ও সিনেমা রিলেটেড অনুষ্ঠানও প্রচার করে। বিজয় টিভির দর্শকদের জন্য শুধু মাত্র ঈদ বা বিশেষ দিবসে নয়, সারাবছর দর্শকদের আরও চমৎকার অনুষ্ঠান উপহার দেবে বিজয় টিভি। এমনই পরিকল্পনা রয়েছে। আগামীতে বিজয় টিভিকে নতুন ভাবে চিনবে বাংলাদেশের দর্শক।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এইচএমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।