ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে রঙ্গন মিউজিকের ছয় নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ঈদে রঙ্গন মিউজিকের ছয় নাটক

ঈদে দর্শকের বিনোদনের অন্যরকম মাধ্যম হলো নাটক। বরাবরই প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক দর্শকের বিনোদনের জন্য এবার ছয়টি  নাটক নিয়ে আসছে।

এসব নাটকে চলতি সময়ের অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে। নাটকগুলো হলো নির্মাতা সৈকত রেজার ‘কোরবানীর উট’। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, ইভানা, চাষী আলম, সরাফ আহমেদ জীবন।

রাফাত মজুমদার রিংকুর ‘কবর’। এতে অভিনয় করেছেন জোভান ও তাসনিয়া ফারিণ। ইয়ামিন ইলানের ‘নির্বাসিত’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনি।

এ্যালেন টিটোর ‘বাদক’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, কচি খন্দকার, আনোয়ার, ভাবনা, মিলন ভট্ট। চয়নিকা চৌধুরী ‘শেষ বিকেলের গল্প’। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও জাকিয়া বারী মম।

এ্যালেন টিটো ‘ভাঙ্গা মিয়া’। এতে অভিনয়  করেছেন খায়রুল বাশার ও সাদিয়া আয়মান।

রঙ্গন মিউজিকের সত্বাধিকারী জামাল হোসেন বলেন, আমরা দর্শকদের সব সময় সুষ্ঠ বিনোদন দেবার দেবার চেষ্টা করি। রঙ্গন মিউজিকের প্রতিটি নাটকে দর্শক বৈচিত্রতা পাবে। রোমান্টিক-কমেডি নাটকের পাশাপাশি রঙ্গন গল্প নির্ভর নাটক নিয়েও কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।