ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিরতি পেরিয়ে পরীমণির কাজে ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
বিরতি পেরিয়ে পরীমণির কাজে ফেরা পরীমণি

মাতৃত্বকালীন বিরতির পর কাজে ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। শুটিংয়ে যোগ না দিলেও ডাবিং দিয়ে কাজে ফিরলেন তিনি।

সম্প্রতি ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের ডাবিং করেছেন তিনি। এ তথ্য জানিয়েছেন পরী নিজেই।

২০২০ সালের জানুয়ারিতে ওয়েব সিরিজটির কাজ শুরু করেছিলেন পরীমণি। এরপর কয়েক দফায় শেষ হয় এর চিত্রায়ণ। নানা কারণে এতদিন সিরিজটির পুরো কাজ থমকে ছিল। অবশেষে আলোর মুখ দেখতে চলেছে ‘পাফ ড্যাডি’। এতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে পরীমণিকে।

বাস্তব জীবনে পরীমণির বাবা ছিলেন পুলিশ অফিসার। ছোটবেলায় বাবার পোশাক আর স্টাইল দেখে পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তা হয়ে ওঠেনি। বড় হয়ে পরীমণি হয়ে গেলেন রুপালি পর্দার নায়িকা।

এর আগে এ নায়িকাকে পর্দায় বিভিন্ন রূপে দেখা গেছে। তবে এ সিরিজের মাধ্যমেই প্রথম পুলিশের চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি।

‘পাফ ড্যাডি’তে পরীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সজল। সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা-অভিনেতা সহিদ উন নবী। শিগগিরই এটি মুক্তি পাবে বলে জানা গেছে।

বর্তমানে ১১ মাসের রাজ্যকে নিয়েই কাটছে পরীমণির দিন-রাত। ধীরে ধীরে নিজেকে কাজের জন্য প্রস্তুত করছেন। শিগগিরই নতুন কাজ দিয়ে শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।