ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

২৬৩ কোটির আর্থিক প্রতারণা মামলায় অভিনেত্রীর নাম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
২৬৩ কোটির আর্থিক প্রতারণা মামলায় অভিনেত্রীর নাম! কৃতি বার্মা

হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ কৃতি বার্মা। ‘বিগ বস’, ‘রোডিজ’র মতো জনপ্রিয় রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি।

এবার ২৬৩ কোটি রুপি আর্থিক প্রতারণা মামলার চার্জশিটে উঠে এলো তার নাম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কৃতি বার্মা আগে দেশটির আয়কর বিভাগে চাকরি করতেন। ২০১৮ সালে চাকরি থেকে ইস্তফা দেন। এরপর অভিনয়ে নিয়মিত হন তিনি। কিন্তু পুরনো সেই চাকরির সূত্রেই প্রতারণায় সামিল হন তিনি।

গেল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চার্জশিট দাখিল করেছে ইডি। সেখানে মোট ১৪ জনের নাম রয়েছে। এতে কৃতি বার্মা ছাড়াও তার প্রাক্তন প্রেমিক ভূষণ পাটিল, রাজেশ শেট্টির নামও রয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, এই আর্থিক কেলেঙ্কারির মূল হোতা আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে অন্তত ১২টি আর্থিক প্রতারণা ঘটিয়েছেন তিনি। তার অধীনে কাজ করতেন কৃতি। সেই সুবাদে তানাজির লগইন ব্যবস্থার অপব্যবহার করে টাকা হাতিয়ে নেন এবং তা পাঠান প্রেমিক ভূষণ পাটিলের ব্যাংক অ্যাকাউন্টে।

ওই টাকা থেকে এক কোটি দুই লাখ টাকায় একটি সম্পদ কেনা হয়। পরে ওই সম্পদ বিক্রি করে টাকা নিজের অ্যাকাউন্টে নেন অভিনেত্রী কৃতি। এছাড়া প্রতারণার টাকায় তিনি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ রয়েছে। পুরো বিষয়টি নিয়ে জোর তদন্ত চালাচ্ছে ইডি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।