ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

বেয়াই-বেয়াইনের প্রেমের নাটক ‘আমার পরাণ তুই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
বেয়াই-বেয়াইনের প্রেমের নাটক ‘আমার পরাণ তুই’

জুটি বেঁধে অভিনয় করলেন অভিনয়শিল্পী সাব্বির অর্ণব ও মাখনুন সুলতানা মাহিমা। যেখানে বেয়াই-বেয়াইনের রূপে দেখা যায় তাদের।

তাদের দুজনের প্রেমে পরিণতি নিয়েই এড়িয়ে যাবে ‘আমার পরাণ তুই’ নামের নাটকের গল্প।

নাটকের গল্পে দেখা যাবে, বড় ভাইয়ের শালীর সঙ্গে ছোট ভাইয়ের প্রেম মেনে নেয় না দুই পরিবার। দুই বেয়াইনের টাকার অহংকারের কারণে বেয়াই-বেয়াইনের প্রেম একটা সময় অস্বীকার করেন বেয়াইন। শেষ পরিণতি দেখতে হলে দেখতে হবে নাটকটি।  

জুয়েল এলিনের রচনায় নাটকটি গল্প ভাবনা ও পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। এতে আরও অভিনয় করেছেন সাবেরি আলম, রেশমা আহমেদ, মারজান সুমি, বাসার বাপ্পি, ইমরান আজান, রিয়াদ তালুকদার, টিএ তুহিনসহ অনেকেই।

চিত্রগ্রহনে ছিলেন শরিফ রানা, সম্পাদনা করেছেন মাসুদ রানা অনিক, ‘আমার পরাণ তুই’ কালার গ্রডিং করেছেন টিডি দিপক, সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস।

‘আমার পরাণ তুই’ নাটকের টাইটেল গানটি গেয়েছে ও সুর করেছেন মেহতাজ, লিখেছেন জলি ভৌমকি। নাটকটি (৬ ডিসেম্বর) লেজার ভিশন নাটক ইউটিউবে উন্মুক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।