ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজের অ্যাকশন ছবিতে আসছেন মিঠুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
রাজের অ্যাকশন ছবিতে আসছেন মিঠুন

রাজ চক্রবর্তীর পরিচালনায় ও এসভিএফ ছবির প্রযোজনার নতুন অ্যাকশন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী।

ছবিটি পুরোপুরি পারিবারিক গল্প হবে বলে শোনা যাচ্ছে।

এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও এসভিএফের সঙ্গে কাজ করবেন পরিচালক রাজ।

এর আগে ‘বলো দুগ্গা মাঈকী’ ছিল রাজ-মিঠুনের একসঙ্গে শেষ কাজ।

নতুন এই অ্যাকশন ছবিটির পরিচালকের আসনে রাজ এবং প্রযোজনায় এসভিএফ থাকায় ধারণা করা হচ্ছে এটি বড় বাজেটের ছবি হতে চলেছে। তবে এই প্রজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে।

প্রাথমিকভাবে ছবিটির গল্প মিঠুনের ভালো লেগেছে। কিন্তু এখনও চিত্রনাট্য লেখার কাজ চলছে। বহু দিন পরে মিঠুনকে এ ধরনের ছবিতে অভিনয় করতে দেখা যাবে। তবে পুরো চিত্রনাট্য না শুনে কাজ করা নিশ্চিতভাবে বলেন না মিঠুন।

এছাড়া সামনেই লোকসভা নির্বাচন। সেই সময়ে অভিনেতা মিঠুন ব্যস্ত থাকবেন। তাই তার ডেট পাওয়া নিয়েও সমস্যা আছে। তবে ছবিটি নিয়ে বিনোদনপ্রেমীরা অনেক আশাবাদী।

উল্লেখ্য, আগামী কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবে এসভিএফের প্রযোজনায় মিঠুন অভিনীত ‘কাবুলিওয়ালা’। এছাড়া সোহমের প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবিটিতেও মিঠুনের অভিনয় করার কথা আছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।