ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

উপস্থাপিকা-অভিনেত্রী মারিয়া নূরের বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
উপস্থাপিকা-অভিনেত্রী মারিয়া নূরের বাবা মারা গেছেন

জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মারিয়া নূরের বাবা মারা গেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মৃত্যু হয়েছে তার।

বিষয়টি জানিয়েছেন মারিয়া নূর নিজেই।

সামাজিকমাধ্যমে এক পোস্টে মারিয়া নূর জানান, তার বাবা মো. আব্দুল লতিফ খান আর নেই। ওই পোস্টে বাবার আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

জানা গেছে, শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ ফজর মো. আব্দুল লতিফ খানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আর বাদ জোহর কুমিল্লার প্রেমতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।    

মারিয়া নূর অনেক দিন ধরেই উপস্থাপনা কিংবা অভিনয়ে অনিয়মিত ছিলেন। ২০২১ সালে ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজের পর পর্দায় সেভাবে দেখা যায়নি তাকে।

২০২২ সালের মে মাসে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। এরপর কাজ থেকে কিছুটা বিরতি নেন তিনি। তবে গেল বছরের শেষের দিকে দেশের সবচেয়ে বড় সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এর ৭ম সিজন উপস্থাপন করতে দেখা যায় তাকে।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।