ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

একুশের গানে নচিকেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
একুশের গানে নচিকেতা

একুশে ফেব্রুয়ারির চেতনায় রচিত গানে কণ্ঠ দিলেন কলকাতার নন্দিত শিল্পী নচিকেতা চক্রবর্তী। গানের শিরোনাম ‘একটা একুশ লাগে’।

এতে নচিকেতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাইদা সম্পা।

গোলাম মোর্শেদের কথায় গানটির সুর-সংগীত করেছেন অন্তু গোলন্দাজ। গানটি শিগগিরই ইউটিউবে প্রকাশ হবে।

গানটি প্রসঙ্গে গীতিকার গোলাম মোর্শেদ বলেন, একুশ আমাদের অহংকার। আমাদের এই বাংলা ভাষার জন্য রফিক, সালাম, জব্বার ও বরকতসহ অনেকে জীবন দিয়েছেন। সেই বাংলা ভাষার জন্য গান করা আমাদের উচিৎ। বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই এ গানের কথাগুলো সাজালাম।  

তিনি আরও বলেন, শ্রোতারা এ গান থেকে একুশের দিনগুলো সম্পর্কে জানতে পারবে বলে আশা করছি। নচিকেতার কণ্ঠে গানটি দারুণ প্রাণ পেয়েছে। তার সঙ্গে সম্পার কন্ঠের আবেদন অন্যরকম মাত্রা যােগ করেছে।

শিল্পী সম্পা বলেন, নচিকেতা দাদা আমার দারুণ পছন্দের একজন শিল্পী। জীবনমুখী গানের জন্য তিনি সব সময় এগিয়ে থাকেন। আমাদের দুজনের এ গনাটি একুশের প্রতি ভালোবাসা থেকেই করেছি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।