ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার অন্ধ গোয়েন্দা চঞ্চল চৌধুরী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
এবার অন্ধ গোয়েন্দা চঞ্চল চৌধুরী!

ওটিটি কনটেন্টগুলোতে গত কয়েক বছরে ভিন্নধর্মী কাজ দিয়ে চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে, থ্রিলার ঘরানার একাধিক কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।

প্রথমবার তারা একসঙ্গে কাজ করলেন।  

‘রুমি’ নামের সিরিজটি নির্মিত হয়েছে হইচইয়ের জন্য। সোমবার (০১ এপ্রিল) মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার।

জানা গেছে, সিরিজে সিআইডি কর্মকর্তা রুমির চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। যিনি এক দুর্ঘটনায় চোখ হারান, এরপর অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকেন। তার স্বপ্নের সূত্র ধরেই একটি হত্যা মামলা সমাধানে নামেন রুমি। সেই সূত্র মামলার সমাধান করবে, নাকি আরও জট পাকাবে- সেই প্রশ্নের উত্তর মিলবে সিরিজে।

ট্রেলারে দেখা যায়, এক দুর্ঘটনায় চঞ্চলের মায়ের মৃত্যু হয়। তখন সেটাকে দুর্ঘটনা বলা হয়েছিল। কিন্তু পরে সন্দেহ তৈরি হয় সেটা কি আসলে নিছকই দুর্ঘটনা ছিল নাকি হত্যাকাণ্ড? ট্রেলারে এমন রহস্যের জমজমাট ইঙ্গিত মিলেছে।

সিরিজটিতে চঞ্চল চৌধুরী ছাড়াও আরও দেখা গেছে রিকিতা নন্দিনী শিমু, সজলসহ অনেকেই। ঈদ উপলক্ষে ১৩ এপ্রিল হইচইতে মুক্তি পাবে এটি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।