ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

আমার মতো নাদান তারকাকে দরকার হওয়ারও কথা নয়: ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মে ২৯, ২০২৪
আমার মতো নাদান তারকাকে দরকার হওয়ারও কথা নয়: ফারিয়া শাহরিন

বিশ্ব মা দিবসে নিজে মা হওয়ার সুখবর দিয়েছিলেন এই সময়ের অভিনেত্রী ফারিয়া শাহরিন। সে সময় সামাজিকমাধ্যম ফেসবুকে ফারিয়া লিখেছিলেন, ‘বিসমিল্লাহ।

হ্যাপি মাদারস ডে টু মি’। এমন খবর পেয়ে বিনোদন অঙ্গনে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানান এই অভিনেত্রীকে।

যদিও এই খবর দেওয়ার পর বেশ অসুস্থ হয়ে পড়ার কথাও জানান অভিনেত্রী। সেটিও প্রকাশ করেন সামাজিকমাধ্যমে।  

এবার ফারিয়া শাহরিন বিরক্ত। তবে ভিন্ন কারণে। বিরক্তির কারণ প্রকাশ করলেন সামাজিকমাধ্যমেই।  

মঙ্গলবার (২৮ মে) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, যেহেতু আমি এখন কোনো কাজ করছি না, সেহেতু আমার ফোনটা বন্ধ করে দিয়েছি। অনুগ্রহ করে কেউ আমাকে ফোন করবেন না। অভদ্রের মতো মেসেঞ্জারেও কল না দেওয়ার অনুরোধ করছি। আমার মতো নাদান সেলিব্রিটিকে কারও দরকার হওয়ারও কথা নয়, এটা আমার বিশ্বাস।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মোবাইলফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারিয়া। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। তবে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।