ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মানবিকতার দৃষ্টান্ত, ৫০০ পরিবারের যে দায়িত্ব নিলেন রামচরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
মানবিকতার দৃষ্টান্ত, ৫০০ পরিবারের যে দায়িত্ব নিলেন রামচরণ

শুধু পর্দার তারকা নন, মানবিক কাজেও সব সময় পাওয়া যায় দক্ষিণ ভারতের সুপারস্টার রামচরণকে। তিনি আর স্ত্রী উপাসনা কোনিদেলি ৫০০ ড্যান্সারের পরিবারের ইনস্যুরেন্সের দায়িত্ব নিয়ে এবার আলোচনায় এসেছেন।

খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন কোরিওগ্রাফার জানি মাস্টার।

রামচরণ আর উপাসনার সঙ্গে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে জানি লেখেন, কঠিন সময়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তারাই ঈশ্বর। মনে আছে, ড্যান্সার ইউনিয়নের দাবি নিয়ে যখন তাদের কাছে গিয়েছিলাম, তখন পাশে দাঁড়িয়েছিলেন তারা।

জানি আরও লেখেন, ৫০০ জন ড্যান্সার আর তাদের পরিবারের ইনস্যুরেন্সের খরচ নিজেদের কাঁধে তুলে নেওয়ার কথা দিয়েছিলেন তারা। শুধু কথা রাখাই নয়, প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলে তাদের আশ্বস্ত করেছিলেন। রাম-উপাসনার এই উপকার আমার আর আমাদের হৃদয়ে সব সময়ে থাকবে। তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব চিরকাল।

উল্লেখ্য, এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন রামচরণ। চলতি বছরই এস শংকরের পরিচালনায় ‘গেম চেঞ্জার’ সিনেমায় দেখা যাবে তাকে। এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।