ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

প্যারিসে অলিম্পিকে মশাল বহন করবেন বিটিএসের জিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
প্যারিসে অলিম্পিকে মশাল বহন করবেন বিটিএসের জিন

বিশ্বখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। এই দলের সদস্য জিন।

এবার প্যারিস অলিম্পিকে মশাল বহন করবেন তিনি। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ফ্রান্সের ল্যুভর জাদুঘরের সামনে মশাল বহন করবেন জিন। খবর কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপের।

প্যারিসে এবারের অলিম্পিকের পর্দা উঠছে ২৬ জুলাই। এর আগে অলিম্পিকের রীতি মেনে মশাল বহনের আয়োজন রয়েছে। এতে অংশ নিতে গেল বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছেন এই কে-পপ তারকা। তবে বিটিএসের পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বিটিএসের প্রথম সদস্য হিসেবে গেল মাসে সামরিক প্রশিক্ষণ শেষে করে বাড়ি ফিরেছেন ৩১ বছর বয়সী জিন। এই বছরের শেষের দিকে জিনের গানে নিয়মিত হওয়ার কথা রয়েছে।

বিটিএসের বাকি সদস্যদের মধ্যে আরএম, জে-হোপ, জিমিন ভি ও জাংকুক এখনো প্রশিক্ষণ নিচ্ছেন। তারা প্রশিক্ষণ শেষ হওয়ার পর আগামী বছর গানে ফিরতে পারে ব্যান্ডটি।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।