ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কড়া নিরাপত্তা কাজেই আসেনি ‘পুষ্পা’র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
কড়া নিরাপত্তা কাজেই আসেনি ‘পুষ্পা’র

দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা’ হিটের পর এর সিক্যুয়েল নির্মাণে বেশ কিছু উদ্যোগ নিতে হয়েছিল। এর একটি হলো, নিরাপত্তা।

মুক্তির দিন পিছিয়ে এখন শেষ পর্যায়ের শুটিং চলছে ‘পুষ্পা ২’ চলচ্চিত্রের। এর শুটিংয়ের সময় একটি ছবিও ফাঁস না হয়, তা নিয়ে ছিল কড়া নিরাপত্তা।

তবে এত নিরাপত্তার মাঝেও ফাঁস হয়ে গেল ‘পুষ্পা ২’র শুটিং ভিডিও। যেখানে একেবারে অ্যাকশন অবতারে দেখা গেল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। সামাজিকমাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ার রীতিমতো রেগে গেছেন আল্লু।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, পুরো শুটিং টিমের উপর ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেতা।

এদিকে কয়েকমাস আগেই জানানো হয়েছিল, ‘পুষ্পা ২’ সিনেমা ১৫ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে। তবে এবার শোনা যাচ্ছে, বেশ কিছুটা শুটিং এখনও হওয়া বাকি। সেই কারণে নাকি পিছিয়ে যেতে পারে মুক্তি সময়। ১৫ আগস্টের পরিবর্তে চলতি বছরের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর নাকি মুক্তি পাবে ‘পুষ্পা ২’। যেহেতু ‘পুষ্পা’ও ডিসেম্বরে মুক্তি পেয়েছিল, সেই কারণে ডিসেম্বরকেই বেছে নেওয়া হচ্ছে বলে খবর।

দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’র দ্বিতীয়ভাগের চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকি, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ সিনেমাটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই সিনেমার দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

খবর অনুযায়ী, শুধু হিন্দি তামিল, তেলুগু, মালয়লাম, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে বাংলা ভাষাতেও। যা মুক্তি পাবে ভারতের পশ্চিমবঙ্গেও।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।