ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নতুন গান নিয়ে আসছেন লিজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
নতুন গান নিয়ে আসছেন লিজা সানিয়া সুলতানা লিজা

এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। বিয়ে পরবর্তী কন্যা সন্তানের মা হওয়ার কারণে দীর্ঘদিন স্টেজ শো বা গান প্রকাশ থেকে বিরতিতে ছিলেন তিনি।

তবে কয়েকমাস আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর আবারও গানের ভুবনে ব্যস্ত হয়ে উঠেছেন লিজা।

নিজের কণ্ঠে মৌলিক গান প্রকাশেও মনোযোগী হয়ে উঠেছেন তিনি। নতুন মৌলিক গান শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন লিজা। গানের শিরোনাম ‘তুমি এলে’। এ গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ, সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। লিজা জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লিজা’তেই গানটি প্রকাশ পাবে।

এদিকে, এরইমধ্যে লিজার দীর্ঘদিনের একটা স্বপ্নও পূরণ হয়েছে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক নকীব খানের সুরে লিজার একটি গান গাওয়ার ইচ্ছে ছিল। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

ড. শোয়েব আহমেদ’র লেখা ‘পূর্ণিমা চাঁদ’ শিরোনামের একটি গানের সুর করেছেন নকীব খান। যে গানটির সঙ্গীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। আর এই গানটিতে কণ্ঠ দিয়েই লিজার স্বপ্ন পূরণ হয়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। এরইমধ্যে গানটি লিজার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

লিজা বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল নকীব খান স্যারের সুরে একটি গান করার। এই গানটি গাওয়ার মধ্যদিয়ে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ধন্যবাদ গানটির গীতিকার’সহ শ্রদ্ধেয় ফোয়াদ নাসের বাবু স্যারকে। সবার সম্মিলিত প্রয়াসে এই গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গানটি প্রকাশের পর আমি একুট একটু করে সাড়া পাচ্ছি।

এদিকে আবারও লিজা ফিরছেন স্টেজ শো’তেও। চলতি বছরের শুরুতে যখন স্টেজের মৌসুম চলছিল, সেই সময়টাতে লিজা ছিলেন স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে। সেখানে তার প্রথম সন্তান মেয়ে ইয়াশার জন্ম হয় ১৯ মার্চ।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।