ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমরানের সুর-সংগীতে মিলন-কোনালের গান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
ইমরানের সুর-সংগীতে মিলন-কোনালের গান

জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। ২০২৩ সালে ‘মেঘের নৌকা’, ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ গান দিয়ে শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেন।

তার আগে কণ্ঠশিল্পী মিলনের সঙ্গে ‘পাইনা তোকে’ গান দিয়েও তিনি বাজিমাত করেন।  

ফের কোনাল ও মিলন নিয়ে আসছেন নতুন গানের মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘দুষ্টু হাসি’। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন মেহজাবীন চৌধুরী মেধা। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে।  

গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, মিলন-কোনালের ‘পাইনা তোকে’ গানটির সাফল্য আমাকে তাদের নতুন গান করার জন্য অনুপ্রাণিত করেছে। আমি আগের গানটির চেয়ে ভালো কিছু কথায় এটি সাজালাম। এখন সস্তা কথায় গান বেশি হচ্ছে। আমাদের অনেক গানেই শৈল্পিকতা পাই না। সব ঠিক রেখে আমি সুন্দর একটি গান করতে আমি চেষ্টা করেছি ।

মিলন বলেন, অনেক দিন পর কোনাল আপুর সঙ্গে আমার গান আসছে। আমাদের আগের গানটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। সে বিষয়টি মাথায় রেখে এবারের গানটিও করা হয়েছে। শ্রোতাদের নিরাশ করতে চাই না। আশা করি এ গানটিও সবার মনে দাগ কাটবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।