ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

নাট্যাঙ্গনে বিশৃঙ্খলা, প্রধান উপদেষ্টার কাছে সমাধান চান নাট্যকর্মীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
নাট্যাঙ্গনে বিশৃঙ্খলা, প্রধান উপদেষ্টার কাছে সমাধান চান নাট্যকর্মীরা

দেশে নিরাপদে শিল্প সংস্কৃতি চর্চার সুযোগ না থাকা এবং নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধান উপদেষ্টার কাছে সমাধান চেয়েছেন নাট্যকর্মীরা। শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিকসহ অন্যান্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ বলেছেন, নাটকের মানুষ এমন কি করেছে যার জন্য তাদের ওপর হামলা করতে হবে?

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ দেশের শিল্প সংস্কৃতি সবসময়ই হুমকির মুখে। এ অবস্থায় নিরাপদে শিল্প সংস্কৃতি চর্চায় প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান চলার সময় হামলার ঘটনায় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সময়ে উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অভিনয়ের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নাট্যকর্মীদের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত থাকবে।

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি নজরদারিতে রাখবেন নাট্যদল কর্মীরা, সংবাদ সম্মেলনে এমনটাও বলেন এই সংগঠক।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।