ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার ‘পরিচালক’ অ্যাঞ্জেলিনা জোলি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এবার ‘পরিচালক’ অ্যাঞ্জেলিনা জোলি!

নতুন সিনেমায় নাম লেখালেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এই সিনেমার নাম ‘স্টিচেস’।

এটি নির্মাণ করতে যাচ্ছেন ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকোর। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি এমন খবর জানিয়েছেন।

জানা গেছে, এ সিনেমাটিতে একজন পরিচালকের ভূমিকায় দেখা যাবে জোলিকে। গল্পের মূল পটভূমিজুড়ে রয়েছে প্যারিসের ফ্যাশন জগৎ। যেখানে ফ্যাশন উইকের সময় তিন নারীর জীবন একত্রিত হয়।

স্টিচেস প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রিম্যান্টল, অ্যাপার্টমেন্ট ও নেটফ্লিক্স। আর পরিবেশকের দায়িত্বে থাকছে পাওয়ার হাউজ প্যাথি ফিল্মস।

জানা যায়, অ্যালিস উইনোকোরের প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র এটি। ফরাসি-ইংরেজি এই দুই ভাষাতেই দেখা যাবে। তবে শুটিং কবে থেকে শুরু হচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, নভেম্বরে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে জোলি অভিনীত সিনেমা ‘মারিয়া’। যেখানে গ্রিক অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের ভূমিকায় রয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে জোলির এই সিনেমা। এর চিত্রনাট্য লেখেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। মূলত এটি অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের বায়োপিক।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।