ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারে ‘লাপাতা লেডিস’, আমির-কিরণকে ওয়াসফিয়ার শুভেচ্ছা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
অস্কারে ‘লাপাতা লেডিস’, আমির-কিরণকে ওয়াসফিয়ার শুভেচ্ছা 

আগামী ২০২৫ সালের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) জন্য আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমাকে মনোনয়ন দিয়েছে ভারত। এজন্য আমির খান ও কিরণ রাওকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পর্বতারোহী, লেখিকা, সমাজকর্মী ও পরিবেশবাদী ওয়াসফিয়া নাজরীন।

ওয়াসফিয়া নিজের ইন্সটাগ্রামে আমির খানের সঙ্গে তোলা তার একটি ছবি শেয়ার করেছেন। তাতে তিনি লাপাতা লেডিস সিনেমাটির প্রশংসা করেন এবং আরও বেশি করে নারীদের গল্প তুলে ধরার আহ্বান জানান।  

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নেটফ্লিক্সের সদর দপ্তরে ‘লাপাত্তা লেডিস’ দেখানো হয়েছে। সেখানে অন্য তারকাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় ওয়াসফিয়াকেও। এজন্য তিনি নেটফ্লিক্স টিম ও আমির খান প্রোডাকশনকে ধন্যবাদ জানান।

এর ২৩ বছর আগে মনোনয়ন পেয়েছিল আমির খান অভিনীত ছবি ‘লগান’। বিশ্বের এ সর্বোচ্চ সম্মাননার মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে আমিরের ‘লাপাতা লেডিস’।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে এ সিনেমাকে নির্বাচন করে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার (এফএফআই) জুরি।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।