ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

ফরিদ হোসাইন পেলেন বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
ফরিদ হোসাইন পেলেন বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড-২০২৪ এ সেরা অভিনেতা হিসেবে ভূষিত হলেন ফরিদ হোসাইন। বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি এক আয়োজনের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অভিনেতা ফরিদ হোসাইনের হাতে শ্রেষ্ট অভিনেতার সম্মানসূচক স্মারক পুরস্কারটি তুলে দেন সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও প্রধান অতিথি সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজী, সভাপতিত্ব করেন শফিকুর রহমান।  

ফরিদ হোসাইন বলেন, আমি কখনো পুরস্কারের আশায় অভিনয় করি না। কাজের প্রতি ভালোবাসা-ভালো লাগা এবং ডেডিকেশনের দিকেই আমি সবচেয়ে বেশি মনোনিবেশ করি। আর তাতেই আমার আজকের এই সম্মাননা। আমাকে পুরস্কৃত করার জন্য উপস্থিত বিচারকমন্ডলী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।  

এ সময় উপস্থিত বিচারক, সম্মানিত অতিথি এবং বায়োস্কোপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।