ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলে গেলেন যাত্রাশিল্পী রনজিত চক্রবর্তী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
চলে গেলেন যাত্রাশিল্পী রনজিত চক্রবর্তী রনজিত কুমার চক্রবর্তী

গোয়ালন্দ (রাজবাড়ী): বাংলাদেশের খ্যাতিমান যাত্রাশিল্পী বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত কুমার চক্রবর্তী (৫৭) আর নেই।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।



এর আগে রোববার দিনগত মধ্যরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এসময় তাকে ফরিদপুর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দীর্ঘ অভিনয় জীবনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রাপালায় অভিনয় করে তিনি সুনাম অর্জন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন।
তার মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা সাংস্কৃতিক জোট, গোয়ালন্দ প্রেসক্লাবসহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

সোমবার বিকেল ৪টায় নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।