ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেশপ্রেমিকদের ‘এই বাংলায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
দেশপ্রেমিকদের ‘এই বাংলায়’

দেশের আনাচে-কানাচে এমন মানুষের সংখ্যা অনেক, যারা অন্যের হাসিমুখ দেখে খুশি হন। গুরুত্ব দেন নিজের চেয়েও অন্যকে ভালো রাখার প্রতি।

সুস্থ সমাজ নির্মাণের স্বপ্ন দেখেন। এসব দেশপ্রেমিক, সফল, স্বাবলম্বী, সাদা মনের মানুষের গল্প বলা হবে ‘এই বাংলায়’।

এটিএন নিউজের নতুন অনুষ্ঠান এটি। ‘সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক/আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক’- এ স্লোগান নিয়ে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। উপস্থাপনা ও পরিকল্পনায় মুন্নী সাহা। তিনি জানাচ্ছেন, ‘এই বাংলায়’ মূলত মানুষের পাশে মানুষের দাঁড়ানোর গল্প। বিপন্নতার পাশে মানুষের দাঁড়াবার গল্প। আর মানুষের জন্য সম্পর্কিত সব গল্প যা সম্প্রীতি, ভালোবাসা, দেশপ্রেম, মানবপ্রেম ও মানচিত্রকে উদ্বেলিত করে।

পাক্ষিকভাবে শনিবার রাত সাড়ে ৭টায় এটিএন নিউজে প্রচার হচ্ছে ‘এই বাংলায়’।

বাংলাদেশ সময় : ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।